সাতক্ষীরায় চিনি মেশানো ২০ মণ মধু জব্দ
সরিষা ফুলের মধুর সঙ্গে চিনি মিশিয়ে ভেজাল মধু বানাতেন কামাল হোসেন
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় চিনি মেশানো ২০ মণ (৮০০ কেজি) মধু জব্দ করা হয়েছে। এ সময় ভেজাল মধু তৈরির অপরাধে কামাল হোসেন নামের এক যুবকের এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস এ আদেশ দেন।
কামাল হোসেন শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি উপজেলার সিংগা এলাকায় ভেজাল মধু তৈরি করতেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বৃহস্পতিবার বিকেলে সিংগা এলাকায় অভিযান চালায়। এ সময় ২০ মণ ভেজাল মধুসহ কামাল হোসেনকে আটক করা হয়।
মোখলেছুর রহমান আরও বলেন, তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের আদালতে হাজির করা হয়। তিনি ৩ লাখ টাকা জরিমানার পাশাপাশি এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। কৃত্রিম মধু তৈরির সরঞ্জামসহ জব্দ ভেজাল মধু কেরোসিন ঢেলে জ্বালিয়ে নষ্ট করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল জানান, দীর্ঘদিন ধরে খুবই লাভজনক এ ব্যবসা পরিচালনা করে আসছিল। অল্প পরিমাণ সরিষার মধুতে বিপুল পরিমাণ চিনি ও অন্য রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল মধু বানাতেন। এসব ভেজাল মধু সাতক্ষীরা, ঢাকা ও চট্টগ্রামে জননী কুরিয়ার সার্ভিসে পাঠাতেন।
আহসানুর রহমান রাজীব/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান