ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় সুমন ইসলাম (২৬) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। সুমন ধুনট উপজেলার এলাঙ্গী গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে।

বগুড়ার জেল সুপার মনির আহম্মেদ বলেন, শুক্রবার রাতে সুমন ইসলাম হাজতি অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এসময় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, ধুনট থানায় মাদকদ্রব্য আইনের মামলায় গত ২৩ ডিসেম্বর থেকে কারাগারে হাজতি ছিলেন সুমন।

নিহত সুমনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন জেলা সুপার।

এএইচ/এএসএম