ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘বাংলা নাটকের আপন বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন সেলিম আল দীন’

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৯:২০ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩

নাট্যাচার্য সেলিম আল দীনের ১৫তম প্রয়াণ দিবসে স্মরণসভায় বক্তারা বলেছেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেলিম আল দীনের। বাংলা নাটকের শিকড়সন্ধানী এ নাট্যকার ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ফেনীর আর্য সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তন কক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সেলিম আল দীন চর্চা কেন্দ্র ফেনীর সাধারণ সম্পাদক রাজীব সারওয়ার।

আরও পড়ুন: দুপুরে দেশে ফিরে রাতে ঘুম থেকে চিরঘুমে প্রবাসী

নাট্যাচার্য সেলিম আল দীন চর্চা কেন্দ্র ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাজমুল হক শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক সমর দেবনাথ, ফেনী থিয়েটারের সাবেক প্রধান সমন্বয়কারী নাট্য ব্যক্তিত্ব কাজী ইকবাল আহমেদ পরান।

‘বাংলা নাটকের আপন বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন সেলিম আল দীন’

স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহকারী সাংস্কৃতিক সম্পাদিকা তাহমিনা তোফা সীমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর মাসুদ, সোনাগাজী শাখার আহ্বায়ক আব্দুর রহমান সুজন, যুগ্ম-আহ্বায়ক আক্রামুল হক সোহাগ, লেখক আব্দুস সালাম ফরায়েজী, কবি ও লেখক ইমরান ইমন প্রমুখ।

নাট্যকার সেলিম আল দীনের জন্ম ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজীতে। তিনি ছিলেন বাবা-মায়ের তৃতীয় সন্তান। ২০০৮ সালের ১৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন বাংলা নাটকের এ কালপুরুষ।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম