দুপুরে দেশে ফিরে রাতে ঘুম থেকে চিরঘুমে প্রবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ১২ জানুয়ারি ২০২৩

আরব আমিরাত থেকে দেশে ফেরার দিনগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে জিয়াউল হক (৩০) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামে এ ঘটনা ঘটে।

জিয়াউল হক ওই গ্রামের ফকির মেম্বার বাড়ির এয়ার আহাম্মদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দুবাইয়ে ছিলেন। তার তিন সন্তান রয়েছে।

আরও পড়ুন: ফেনীতে মঞ্চ মাতালেন জেমস-শাফিন

বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, বুধবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে প্রবাস থেকে ছুটিতে দেশে আসেন জিয়াউল হক। রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমাতে যান। পরে ঘুমের মধ্যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

আরও পড়ুন: ফেনীতে বাড়লো প্যাথলজিক্যাল পরীক্ষার খরচ, বিপাকে রোগীরা-

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জাগো নিউজকে বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই ব্যক্তি ঘুমের মধ্যে মারা যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।