পৌষ সংক্রান্তি মেলায় ৫০ কেজির বাঘাইড়, দাম হাঁকা হলো সোয়া লাখ
হবিগঞ্জে মেলায় এক বাঘাইড়ের দাম হাঁকা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। রোববার (১৫ জানুয়ারি) সদর উপজেলার পইল ইউনিয়নে পৌষ সংক্রান্তি উপলক্ষে বসা মেলায় এ মাছটি নিয়ে আসেন বাহুবলের ব্যবসায়ী ইসলাম উদ্দিন।
তিনি জানান, মাছটি সুরমা নদীতে পেয়েছেন। মাছটির ওজন ৫০ কেজি। মাছটির দাম চাচ্ছেন ১ লাখ ২০ হাজার টাকা। এর কমে মাছটি বিক্রি করবেন না।
আরও পড়ুন: মাছের মেলায় ৮০ কেজির বাঘাইড়, দাম ১ লাখ ৩০ হাজার
মেলা কমিটির সভাপতি ও পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ আরিফুল হক বলেন, এটি সিলেট বিভাগের একটি ঐতিহ্যবাহী মেলা। এখানে দুইশতাধিক বছর ধরে পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলা বসছে।

তিনি আরও বলেন, মেলায় বিভিন্ন জেলা থেকে মাছ, কাঠের তৈরি পণ্য, পিঠা, শিশুদের খেলনা, আখসহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন বিক্রেতারা। সোমবার ভোর পর্যন্ত মেলা চলবে। এ মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।
আরও পড়ুন: তিস্তায় বড়শিতে ধরা পড়লো দুই মণের বাঘাইড়
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমআরআর/জিকেএস