ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুই দশকেও উন্নয়নের ছোঁয়া লাগেনি মদন পৌরসভায়

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৮:৪০ এএম, ১৬ জানুয়ারি ২০২৩

দুই দশকেও উন্নয়নের ছোঁয়া লাগেনি নেত্রকোনার মদন পৌরসভায়। বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই বললেই চলে। সড়কের পাশে ভাগাড়। সড়ক বাতি, নালা ব্যবস্থাপনা অপ্রতুল। বেশির ভাগ রাস্তাঘাট ভাঙা ও কাঁচা। আর্সেনিকের ঝুঁকি থাকলেও নলকূপের পানিই ভরসা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন পৌর এলাকার বাসিন্দারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০০ সালের ১ অক্টোবর এ পৌরসভার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০০২ সালের ২৬ অক্টোবর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৮ সালের ৩১ জুলাইয়ে ‘গ’ শ্রেণির পৌরসভা থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত হয়। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পৌর এলাকার জনসংখ্যা ১৭ হাজার ৩৮৮ জন। তবে বর্তমানে জনসংখ্যা প্রায় ২৩ হাজার। আয়তন ১০ দশমিক ১১ বর্গকিলোমিটার।

jagonews24

আরও পড়ুন: মদন পৌরসভার মেয়র আ. লীগের সাইফুল ইসলাম 

সরজমিনে দেখা যায়, তিনতলা পৌর ভবনের সামনে ছোট সড়ক। তারপর মগড়া নদী। ভবনের এক পাশে জলাশয়, আরেক পাশে কৃষিজমি। সামনে ব্যবসায়ীদের কাঠসহ নানান জিনিসপত্র পড়ে আছে। নেই সেবাগ্রহীতাদের বা কর্মকর্তাদের ভিড়। ভবন থেকে প্রায় ৩০০ মিটার দূরে সরকারি খাদ্যগুদাম। ওই খাদ্যগুদামের সামনের প্রধান সড়কের পাশে বড় আকারের ভাগাড়। প্রধান সড়কের পাশে এমন ভাগাড়ের দুর্গন্ধে মানুষ নাকে মুখে কাপড় চেপে যাতায়াত করছেন।

এছাড়াও মদন প্রেস ক্লাব ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশে ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। মদন শহীদ স্মরণিকা বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ ময়লা আবর্জনায় ভরপুর। পৌরসভার পক্ষ থেকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার কোনো ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীরা যেখানে খুশি সেখানেই ময়লা ফেলছে। বর্জ্য সরবরাহের জন্য একটি ট্রাক থাকলেও তা কাজে আসে না।

তাছাড়া পৌর শহরে ইজিবাইক, অটোরিকশা, সিএনজির জন্য কোনো নির্ধারিত স্ট্যান্ড নেই। মোড়ে মোড়ে রাস্তার ওপর স্ট্যান্ড গড়ে উঠেছে। স্ট্যান্ড না থাকলেও পৌরসভার রিসিট দিয়ে আবার এসব যানবাহন থেকে টোল আদায় করতেও দেখা গেছে। রাস্তার ওপর গাড়ি রাখায় সারাক্ষণ পৌরসদরে যানজট লেগে থাকে।

আরও পড়ুন: মদন পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারণায় যাচ্ছে যুবলীগ 

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহাগ আহমেদ জানান, ময়লা রাখার কোনো নির্ধারিত জায়গা না দেওয়ায় আমাদের বাসার সামনের খেলার মাঠ এখন ডাস্টবিনে পরিণত হয়েছে। দুর্গন্ধে বসবাস করা কঠিন হয়ে পড়েছে।

jagonews24

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আল আমিন জানান, মদন পৌরসভা আর ইউনিয়ন পরিষদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। বেশি খাজনা দিয়েও সেবা পেতে ভোগান্তির শেষ নেই। ভোটের সময় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উন্নয়নের জোয়ার আনার প্রতিশ্রুতি দিলেও সেটি বাস্তবায়ন হয় না।

এ বিষয়ে পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ বলেন, পৌরসভার কয়েকটি রাস্তা, ড্রেনের কাজ শেষ হয়েছে। বেশ কয়েকটার কাজ চলমান আছে। ময়লা রাখার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে না পারায় ডাস্টবিন নির্মাণ সম্ভব হচ্ছে না।

এইচ এম কামাল/আরএইচ/জিকেএস