ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

১৪ ঘণ্টা পর আগুনে ঝলসে যাওয়া সেই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ১০:১৮ এএম, ১৭ জানুয়ারি ২০২৩

১৪ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছে আগুনে দগ্ধ হওয়া স্কুলছাত্রী ফারজানা (৮)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থী ফারজানা উপজেলার কালমেঘা ইউনিয়নের মো. ফারুক খানের মেয়ে ও পূর্ব লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

আরও পড়ুন: স্কুলের আবর্জনা পোড়ানোর আগুনে শিক্ষার্থী গুরুতর দগ্ধ

এর আগে সোমবার (১৬ জানুয়ারি) উপজেলার পূর্ব লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের একদিকে পাতা পোড়ানোর জন্য আগুন দেয় অজ্ঞাত ব্যক্তি। দুপুরের দিকে ওই শিশু সেখানে খেলতে যায়। তখন সে আগুনের কাছে গেলে তার শীতের কাপড়ে আগুন ধরে যায়। স্থানীয়রা দেখে তাৎক্ষনিক আগুন থেকে রক্ষা করতে ওই শিক্ষার্থীকে নিয়ে পাশের পুকুরে ঝাঁপ দেয়। তবুও শেষ রক্ষা হয়নি শিশুটির।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জাগো নিউজকে বলেন, ঘটনাটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনো ভুক্তভোগী পরিবার থানায় এসে লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেএস/জেআইএম