ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়া কারাগারের হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৮:১৩ এএম, ১৮ জানুয়ারি ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া কারাগারের আলাল মিয়া (২০) নামের এক হাজতি মারা গেছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাজতি আলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরের মৃত রহিম মিয়ার ছেলে।

আরও পড়ুন: ৪৭ কোটি টাকা আত্মসাৎ মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম জাগো নিউজকে বলেন, আলাল মিয়া মাদকাসক্ত ছিলেন। ৭ জানুয়ারি একটি নারী-শিশু নির্যাতন মামলায় আলাল মিয়াকে গ্রেফতারের পর জেলা কারাগারে পাঠানো হয়। সোমবার সে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আলালের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/জেএস/এমএস