ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় প্রাণ-আরএফএল স্কুলের সাফল্য

উপজেলা প্রতিনিধি | শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় প্রাণ-আরএফএল পাবলিক স্কুল অভাবনীয় সাফল্য পেয়েছে। এ প্রতিযোগিতায় ১৭টি ইভেন্টের মধ্যে ১৩টিতেই প্রাণ-আরএফএল পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন করেছে।

এর মধ্যে মেয়েদের ভলিবলে চ্যাম্পিয়ন, মেয়েদের ব্যাডমিন্টন একক ও দ্বৈত দুটিতেই চ্যাম্পিয়ন। মেয়েদের রিলে রেইসে চ্যাম্পিয়ন ও ক্রিকেট টুর্নামেন্টে রানার্স-আপ হয়েছে স্কুলটি। মেয়েদের একশ মিটার ও দুইশ মিটার দৌড়েও প্রথম স্থান অর্জন করেছে তারা।

ছেলেদের ভলিবল ও টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হয় প্রাণ-আরএফএল পাবলিক স্কুল। ছেলেদের একশ মিটার ও দুইশ মিটার দৌড় এবং লং জাম্পেও প্রথম স্থান অর্জন করেছে স্কুলটি। এছাড়া আরও দুটি ইভেন্টে রানার্স-আপ হয়েছে।

শায়েস্তাগঞ্জে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ছয়টি স্কুল ও একটি মাদরাসা অংশ নিয়েছিল।

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের অধ্যক্ষ মো. মুবিনুল হক চৌধুরী বলেন, এ সাফল্যে আমরা খুবই আনন্দিত। উপজেলা পর্যায়ে সাতটি স্কুলকে পেছনে ফেলে আমরা শীর্ষস্থান পেয়েছি। আমরা স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ওপরও গুরুত্ব দিই। আশা করছি, এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান বলেন, জাতীয় শীতকালীন প্রতিযোগিতায় প্রাণ-আরএফএল পাবলিক স্কুল বিরাট সাফল্য পেয়েছে। ১৭টি প্রতিযোগিতার মধ্যে ১৩টি প্রতিযোগিতায় তারা প্রথম স্থান অর্জন করেছে। নিঃসন্দেহে এটা বিরাট অর্জন।

কামরুজ্জামান আল রিয়াদ/এমআরআর/এএসএম