ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেয়ের সামনে মাকে কুপিয়ে হত্যার পর পালালেন বাবা

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ১২:০৪ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩

রাজবাড়ী সদর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বিউটি বেগম (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিনগত রাত পৌনে ২টার দিকে উপজেলার বানিবহের বার্থায় ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে তার আব্দুল লতিফ কাজী পলাতক আছেন।

আরও পড়ুন: পারিবারিক কলহে ছুরিকাঘাতে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

বিউটির মামাতো ভাই শাহিন মন্ডল জানান, ১২ বছর আগে আব্দুল লতিফ কাজীর সঙ্গে বোন বিউটির বিয়ে হয়। তাদের ১১ বছরের মেয়ে ও চার বছরের ছেলে আছে। কয়েকবছর ধরে তাদের প্রায়ই ঝগড়া বিবাদ চলে আসছিল। মধ্যরাতে বড় মীমের সামনে বিউটিকে কুপিয়ে হত‌্যা করে পালিয়ে যায় লতিফ। সঠিক তদন্তের মাধ‌্যমে এ হত্যার বিচার দাবি জানাচ্ছি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জাগো নিউজকে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে লতিফ কাজী তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক লতিফ কাজীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। পাশাপাশি হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

আরও পড়ুন: বাগবিতণ্ডার জেরে শ্যালিকাকে কুপিয়ে হত্যা করেন সাগর

রুবেলুর রহমান/এসজে/জেআইএম