পারিবারিক কলহে ছুরিকাঘাতে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:০৯ এএম, ১৯ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে মোছা. আনোয়ারা বেগম (৩৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মানিক পাটোয়ারী (৫৫) পলাতক রয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পশ্চিম জালকুড়ি এলাকার মো. মানিক পাটোয়ারীর স্ত্রী।

এ ঘটনায় নিহত আনোয়ারা বেগমের মেয়ে মোছা. স্বর্ণালী বাদী হয়ে বাবাকে অভিযুক্ত করে রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

অভিযুক্ত মানিক পাটোয়ারী চাঁদপুর সদরের মুন্সিরহাটি গ্রামের মৃত শরাফত পাটোয়ারীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে বুধবার বিকেলে মানিক পাটোয়ারী তার স্ত্রীকে ছুরি দিয়ে তলপেটে আঘাত করেন। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলে মানিক পালিয়ে যান। পরে আনোয়ারাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

রাশেদুল ইসলাম রাজু/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।