বাণিজ্যমেলায় জেবিকোর ইলেকট্রনিক্স পণ্যে ২০ শতাংশ ছাড়
খরা কাটিয়ে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর। এতে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। এদিকে মেলা উপলক্ষে জেবিকোর ইলেকট্রনিক্স পণ্যে চলছে ২০ শতাংশ ছাড়। বিশেষ এ ছাড়ে পণ্য কিনে খুশি ক্রেতারাও।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে মেলায় জেবিকোর স্টলে গিয়ে এমন চিত্র দেখা যায়।
জানা যায়, মেলায় জেবিকোর ইলেকট্রনিক্স পণ্যে ২০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। ছাড় দিয়ে
ওয়েবওয়েজ স্মার্ট ৩২ ইঞ্চি টিভি ২৩ হাজার পাঁচশ টাকা, ৪৩ ইঞ্চি ৩৬ হাজার পাঁচশ টাকা, ৫০ ইঞ্চি ৪৪ হাজার পাঁচশ টাকা, ৫৫ ইঞ্চি ৫৫ হাজার টাকা, ৬৫ ইঞ্চি ৭২ হাজার পাঁচশ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: বাণিজ্যমেলায় ১৪ দিনে জরিমানা ৪৬ হাজার টাকা
শরফুদ্দীন নামে এক ক্রেতা বলেন, বাণিজ্যমেলায় পরিবারের সঙ্গে কেনাকাটা ও ঘোরাঘুরি করতে এসেছি। আমাদের বাসায় অ্যান্ড্রয়েড টিভি আছে। কিন্তু মেলায় এসে ওয়েবওয়েজ টিভি সম্পর্কে জানতে পারি। ভাবছি পরিবারের বিনোদনের জন্য একটি ওয়েবওয়েজ টিভি কিনবো।
স্টলটির ইনচার্জ আল-গোফরান বলেন, মেলায় প্রথম কয়েকদিন ক্রেতাদের তেমন চাপ না থাকলেও গত চার থেকে পাঁচ দিন ধরে ভালো সাড়া পাচ্ছি। মেলা উপলক্ষে এবার আমরা বিভিন্ন পণ্যে ছাড় দিয়েছি। আশা করছি, গতবারের তুলনায় এবার আমাদের বিক্রি ভালো হবে।

আরও পড়ুন: বাণিজ্যমেলায় হাইটেকের ফার্নিচারে ১৫ শতাংশ ছাড়
স্থায়ী ভেন্যুতে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ আন্তর্জাতিক বাণিজ্যমেলার প্রধান ফটক করা হয়েছে মেট্রোরেলের আদলে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।
আরও পড়ুন: বাণিজ্যমেলায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
এবারের মাসব্যাপী মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এবার মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। মেলার টিকিট অনলাইনে কিনলে ৫০ শতাংশ ছাড়ের সুযোগ থাকবে।
রাশেদুল ইসলাম রাজু/আরএডি/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা