নীলফামারীতে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
নীলফামারী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ জানুয়ারি) সকালে গোরগ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় ওই যুবক বেশ কিছুদিন ধরে খানসামাসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রতিদিন স্থান পরিবর্তন করে ১০ থেকে ৩০ গজ বা ১ কিলোমিটার দূরে গিয়ে বসে থাকতেন। তাকে কখনো খাবার খেতেও দেখেনি স্থানীয়রা। কেউ তার নাম পরিচয়ও জানেন না। তবে তিনি চুপচাপ এলাকায় ঘুরাঘুরি করতো।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক থেকে দুই শ্রমিকের থেঁতলানো মরদেহ উদ্ধার -
এবিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। স্থানীয়রা বলছে সে বিভিন্ন সময় ওই এলাকায় ঘুরে বেড়াতো। তবে কেউ তার নাম পরিচয় জানে না। পরিচয় শনাক্তে কাজ করছি। এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে।
রাজু আহম্মেদ/জেএস/জিকেএস