কুমিল্লায় সড়ক থেকে দুই শ্রমিকের থেঁতলানো মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

কুমিল্লার লালমাই উপজেলায় রাস্তার ওপর থেকে দুই শ্রমিকের থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বড় ধর্মপুর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: প্রেমিকের আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

নিহতরা হলেন- জেলার বরুড়া উপজেলার দীঘল গাঁও গ্রামের বাসিন্দা ফরিদ মিয়া (৬০) ও জাহাঙ্গীর হোসেন (৫০)।

লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোর্শেদুল আলম ভূঁইয়া জাগো নিউজকে বলেন, সকাল ৭টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তারা দুজনই পাইপ ফিটিংয়ের কাজ করতেন। ধারণা করা হচ্ছে অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন: মুগদায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মরদেহ থেঁতলানো অবস্থায় পাওয়া যায়। নাড়িভুঁড়ি বের হওয়া ছিল। মরদেহ দুটি ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জাহিদ পাটোয়ারী/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।