চালকের হাত-পা বেঁধে অটোরিকশা ছিনতাই
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাব্বির (১৮) নামের এক চালকের হাত-পা বেঁধে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার চামুরকান্দি ফকিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই
সাব্বির জানায়, প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে রূপগঞ্জের গাউছিয়া এলাকার পাইকারি বাজারে সবজি কেনার জন্য রওনা হই। ফকিরবাড়ি চামুরকান্দি ব্রিজের সামনে এলে ৭-৮ জন গতিরোধ করে। একই সঙ্গে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অটোরিকশার চাবি, নগদ পাঁচ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। চিৎকারের চেষ্টা করলে ছিনতাইকারীরা কিল-ঘুষি মেরে হাত-পা ও মুখ বেঁধে পাশের পুকুর পাড়ে ফেলে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। খবর নিয়ে ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা