চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই
সাভারের ঝাউচরে নাসির (৩৫) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে সাভারের হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কের ঝাউচর এলাকা থেকে ওই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অটোরিকশা চালক নাসির বাগেরহাট জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।
পুলিশ জানায়, হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কের পাশে ঝাউচর এলাকায় নিহতের মরদেহ দেখে জরুরি সেবা ৯৯৯-এ কল দেয় স্থানীয়রা। ৯৯৯-এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাসিরের রক্তাক্ত মরদেহ দেখতে পায় পুলিশ। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতের পেটে, কাঁধে ও গলায়সহ বেশ কয়েক স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতেই নাসিরকে হত্যা করা হয়েছে।
নিহতের স্ত্রী লাভলি বলেন, নাসির সোমবার রিকশা নিয়ে বের হয়ে যায়। রাতে আর ফেরেনি। গ্যারেজেও যায়নি। সকালে শুনি আমার স্বামীকে খুন করে অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারী।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার জড়িতদের আটকের চেষ্টা চলছে।
মাহফুজুর রহমান নিপু/এফএ/জেআইএম