ধুনটে ভাতিজা হত্যায় চাচা গ্রেফতার
বগুড়ার ধুনটে সালিশি বৈঠকে ভাতিজা হত্যায় শহিদুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরের তাকে কারাগারে পাঠানো হয়। শহিদুল ইসলাম উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
এর আগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বগুড়ার শেরপুর শহর এলাকা থেকে শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেফতার
মামলার এজাহার সূত্র জানায়, হেউটনগর পশ্চিমপাড়া গ্রামের শহিদুলের নাতি হাসানের (৩) সঙ্গে খেলতে গিয়ে প্রতিবেশী রনজু মিয়ার ছেলে ইব্রাহিম (৩) আহত হয়। এ ঘটনায় হাসানের মা রুমি খাতুন ইব্রাহিম ও তার পরিবারের লোকজনকে গালাগাল করতে থাকে। এসময় রায়হানের মা রাহেনা খাতুন তাকে গালাগাল করতে নিষেধ করায় বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাসানের বাবা রাশেদ ও মা রুমি খাতুন রায়হানের বাবা-মাকে মারধর করে।
১৭ জানুয়ারি সকালে প্রতিবেশী মোজাম্মেল হকের বাড়িতে উভয় পক্ষ সালিশে বসে। ওই বৈঠকে বাগবিতণ্ডার এক পর্যায়ে রায়হানকে চাচা শহিদুল ইসলাম ও তার ছেলে রাশেদসহ কয়েকজন মারধর করে। স্বজনরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে বাড়িতে নিয়ে এলে তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ধুনট থানায় মামলা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আরএইচ/এএসএম