ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়াটিয়ার খাটের নিচে মিললো মালিকের মরদেহ
এলাকাবাসীর পিটুনিতে আহত আমিনকে হাসপাতালে চিকিৎসা দেয় পুলিশ
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে ভাড়াটিয়ার খাটের নিচ থেকে শিরিনা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভাড়াটিয়া আমিনকে (২৬) পিটুনির পর পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
শনিবার (২১ জানুয়ারি) বিকেলে পশ্চিম মেড্ডা বড় বাড়ি এলাকার সবুজ আলীর বাসা থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। তিনি সবুজ আলীর স্ত্রী।
আরও পড়ুন: শিবপুরে নির্জন জঙ্গলে মিললো অজ্ঞাত নারীর মরদেহ
শিরিনার ছেলে মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের বসবাস করা একটি বাড়ি ছাড়াও পাশে আরও একটি বাড়ি ভাড়া দেওয়া আছে। সেখানে তিনটি ঘরে আলাদা ভাড়াটিয়ারা বসবাস করেন। বেলা ১১টার দিকে মা সে বাসায় ভাড়া তুলতে যান। এরপর বিভিন্ন জায়গায় খুঁজেও মাকে পাওয়া যাচ্ছিল না। বিকেলে ভাড়াটিয়া আমিন মিয়ার ঘরে খুঁজে খাটের নিচে দেখি মা অচেতন অবস্থায় পড়ে আছেন। তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এনামুল হক জাগো নিউজকে বলেন, শিরিনা বেগম হাসপাতালে আনার আগেই মারা গেছেন। তার মরদেহ মর্গে রাখা আছে।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। এলাকাবাসীর পিটুনিতে আহত আমিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত শিরিনের গলায় দাগ আছে। ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: পল্লবীতে বেলকনি থেকে সাংবাদিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
আবুল হাসনাত মো. রাফি/এসজে/জেআইএম