শিবপুরে নির্জন জঙ্গলে মিললো অজ্ঞাত নারীর মরদেহ
নরসিংদীর শিবপুর উপজেলায় নির্জন জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) দিনগত রাত ৮টার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের মিয়াজি বাড়ির পশ্চিম পাশের একটি জঙ্গল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নাকে-মুখে রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৩০/৩৫ বছর। হারুন মিয়া নামের এক ব্যক্তি ওই জঙ্গলটির মালিক।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, হারুন মিয়া বিকেলে গাছের ডালপালা কাটতে জঙ্গলে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে তিনি স্থানীয় ইউপি সদস্য ও থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
রাতেই শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার, জেলা গোয়েন্দা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি ফিরোজ তালুকদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ধারণা করা হচ্ছে গতকাল (বৃহস্পতিবার) রাতের কোনো একসময় ওই নারীকে হত্যা করে মরদেহ জঙ্গলে ফেলে রেখে গেছে। নিহত নারীর দুই হাতের সবকটি আঙুলের মাথায় ব্লেড দিয়ে কুচিকুচি করে কাটা থাকায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।
তিনি জানান, নিহত নারীর পরনে ছিল সাদা রঙের পায়জামা, লাল রঙের কামিজ ও তার উপরে কালো রঙের বোরকা ও সাদা রঙের ওড়না। মরদেহের পাশে একটি ভ্যানিটি ব্যাগ ও গামছা পাওয়া গেছে।
সজ্ঞিত সাহা/এমকেআর