কাশিমপুর কারাগারে দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
ফাইল ছবি
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে নজরুল ইসলাম (৩০) নামে ওই যুবক মারা যান।
তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার পাবদা এলাকার সোহরাব উদ্দিনের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়ের নজরুল। এসময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তিনি মারা যার।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান জেল সুপার সুব্রত কুমার বালা।
এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাধীনতা বিরোধীরা সাধারণ ক্ষমার সম্মান দিতে জানেনি : এ্যানি
- ২ চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মানিক
- ৩ জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে
- ৪ আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ চাই: জামায়াত নেতা আবদুল হালিম
- ৫ আমরা স্বাধীনতার চেতনাকে শুধু কথায় নয়, অন্তরে ধারণ করি