বরিশালে ট্রলি-ইজিবাইক সংঘর্ষে একজন নিহত
ফাইল ছবি
বরিশালের গৌরনদীতে বালুবাহী ট্রলি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তিনি ইজিবাইকটির চালক ছিলেন।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জুলহাস হাওলাদার (৫৫)। তিনি উজিরপুর উপজেলার সাতলা এলাকার মাজেদ হাওলাদারের ছেলে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গৌরনদী স্টেশনের অফিসার বিপুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বালুবাহী ট্রলি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। ইজিবাইক চালক জুলহাসকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তারা উপজেলা হাসপাতালে নেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আইনের ফাঁকফোকরে ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে
- ২ কক্সবাজার-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ দুজনের মনোনয়ন বাতিল
- ৩ রেজা কিবরিয়ার চেয়ে সম্পদে এগিয়ে স্ত্রী
- ৪ যশোরে বিএনপি-ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বাতিল
- ৫ মুন্সিগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল