ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাণিজ্যমেলা

দাম বেশি রাখায় দোকানিকে জরিমানা, অভিযোগকারী পেলেন টাকা

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১২:২৩ এএম, ২৮ জানুয়ারি ২০২৩

 

বেশি দাম রাখায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় একটি দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে।

গ্রাহকের অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২৭ জানুয়ারি) মেলায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় জরিমানা আদায় করে অভিযোগকারী গ্রাহককে ২৫ শতাংশ হিসেবে এক হাজার ২৫০ টাকা দেওয়া হয়।

jagonews24

অভিযোগকারী গ্রাহককে টাকা দেওয়া হচ্ছে

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপপরিচালক (তদন্ত) আফরোজা রহমান। তবে কোন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে তা উল্লেখ করেনি ভোক্তা অধিদপ্তর।

অভিযানে উপস্থিত ছিলেন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (অভিযোগ) মো. হাসানুজ্জামান এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

আফরোজা রহমান জানান, জনস্বার্থে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: 

বাণিজ্যমেলায় ১৪ দিনে জরিমানা ৪৬ হাজার টাকা

বাণিজ্যমেলায় দুই রেস্তোরাঁকে জরিমানা

পানির দাম ৫ টাকা বেশি রাখায় জরিমানা

রাশেদুল ইসলাম রাজু/জেডএইচ/