বাণিজ্যমেলায় দুই রেস্তোরাঁকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৭ এএম, ২০ জানুয়ারি ২০২৩

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং অতিরিক্ত দাম নেওয়ার কারণে বাণিজ্যমেলায় দুটি রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ জুলাই) অধিদপ্তরের নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত অভিযানে এ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

আরও পড়ুন>> বাণিজ্যমেলায় ক্রেতাদের পছন্দের শীর্ষে আরএফএলের ফার্নিচার

অভিযানে পুরান ঢাকার হাজীর বিরিয়ানিকে ৪৩ ধারায় ১০ হাজার টাকা ও ফুড বাংলা রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও একটি অভিযোগ আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

আরও পড়ুন>> বাণিজ্যমেলায় আরএফএল-এর ৬৪০০ পণ্য

অভিযানকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান, উপ-পরিচালক (প্রচার ও প্রশিক্ষণ) আতিয়া সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এনএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।