নোয়াখালীতে অস্ত্রসহ বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার
দেশীয় অস্ত্রসহ গ্রেফতার দেলোয়ার হোসেন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দেশীয় অস্ত্রসহ মো. দেলোয়ার হোসেন রাজু (২৮) নামের বিস্ফোরক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার কেন্দুরবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দেলোয়ার বেগমগঞ্জের মিয়াপুর গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে আগেরও দুটি মামলা আছে।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, গোপন খবরে রাত সাড়ে ৮টায় অভিযান চালিয়ে দেলোয়ারকে গ্রেফতার করা হয়। তার দেখানো মতে দিনগত রাত দেড়টায় কলার বাগান থেকে একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আরও পড়ুন: ভারতীয় মদ পাচারের অভিযোগে দুই যুবক গ্রেফতার
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জাগো নিউজকে বলেন, অস্ত্র মামলা দিয়ে দেলোয়ারকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আগের দুটি মামলা ছাড়াও এলাকায় ত্রাস সৃষ্টি ব্যাপক অভিযোগ পাওয়া যাচ্ছে।
ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস