ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩

বরিশালের মেহেন্দিগঞ্জের কালাবদর নদীতে লঞ্চের ধাক্কায় মাছ ধরার কয়েকটি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় মেহেন্দিগঞ্জের উলানিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উদ্ধার মরদেহটি বাকের মৃধার (৩৫)। তার বাড়ি হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এছাড়া এখনো নিখোঁজ আছেন বাকিউল্লাহ সিকদার (৪০) নামে আরও এক জেলে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে।

এমআরআর/এএসএম