ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে বর্ণমালার মিছিলে ভাষার মাসকে বরণ

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

সিরাজগঞ্জে বর্ণমালার মিছিলের মাধ্যমে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করে নেওয়া হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের মুক্তির সোপান কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসকের আয়োজনে অনুষ্ঠিত বর্ণমালার মিছিলে বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মহান মুক্তিযোদ্ধের পটভূমির তুলে ধরা হয় প্ল্যাকার্ডে।

বাংলা বর্ণ লেখা প্ল্যাকার্ড নিয়ে এ মিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক মানুষ। ভাষার গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে মিছিলটিকে বরণ করে নেন ছন্দ নৃত্যালয়ের নৃত্যশিল্পীরা।

এসময় জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, কালচারাল কর্মকর্তা মাহমুদুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফাজ্জল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার ও প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/এসআর/এএসএম