ভবনের রং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের
ঝুলন্ত অবস্থায় রংমিস্ত্রির মরদেহ উদ্ধার করে পুলিশ
দিনাজপুরের বিরামপুর পৌরসভায় ভবনের রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিনুর ইসলাম (৩৫)। নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় পৌরশহরের ইসলাম পাড়া এলাকায় জহিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। শাহীনুর বিরামপুর উপজেলা মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াখোল গ্রামের লোকমান হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন থেকে জহিরুলের বাসায় রঙের কাজ চলছিল। দুপুরে ভবনের দোতলায় রঙের কাজ করছিলেন শাহীনুর। বাড়ির রেলিং ঘেঁষা বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যান জহিরুল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের বিরামপুর স্টেশন কর্মকর্তা আব্দুল আজিজ জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এমনটা ঘটেছে।
মাহাবুর রহমান/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আইনের ফাঁকফোকরে ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে
- ২ কক্সবাজার-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ দুজনের মনোনয়ন বাতিল
- ৩ রেজা কিবরিয়ার চেয়ে সম্পদে এগিয়ে স্ত্রী
- ৪ যশোরে বিএনপি-ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বাতিল
- ৫ মুন্সিগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল