ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জন্মদিনের কেকে কাপড়ের রং!

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

 

নোয়াখালীর বেগমগঞ্জে জন্মদিনের কেকে কাপড়ের রং ব্যবহার করায় ‘মধুকুল’ নামের একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।

jagonews24

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) কাওছার মিয়া।

jagonews24

তিনি জাগো নিউজকে বলেন, ভোক্তাদের অভিযোগ পেয়ে মধুকুল বেকারিতে অভিযান চালানো হয়। এসময় জন্মদিনের কেকে ক্ষতিকর কাপড়ের রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস