নোয়াখালীতে ৬ জুয়াড়ি গ্রেফতার
নোয়াখালীতে সদর উপজেলায় ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে লক্ষীনারায়ণপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটকরা হলেন-নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. আব্দুল খায়েরের ছেলে মো. সোহাগ (৪৩), মৃত মমিন উল্ল্যার ছেলে মো.বেলাল (৪০), মৃত আবুল হাশেমের ছেলে মো.আমির হোসেন (৪৮), মৃত ইউনুসের ছেলে মো. হারুনুর রশিদ (৪২), মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. আব্দুল মতিন (৪৮) ও মৃত জালাল আহম্মদের ছেলে মো.গিয়াস উদ্দিন (৪০)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: থানায় সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলা, সাংবাদিকসহ আহত ৫
তিনি বলেন, দীর্ঘদিন থেকে জুয়ার আসরের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামসহ সাড়ে তিন হাজার টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা দিয়ে বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইকবাল হোসেন মজনু/জেএস/এমএস