ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে আ.লীগের একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী বেবি

প্রকাশিত: ০৬:১৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

মাদারীপুরে আসন্ন ৫৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন আমেনা খাতুন বেবি। তিনি দীর্ঘদিন ধরে জেলার আওয়ামী যুব মহিলা লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি মানবাধিকার সংস্থার জেলা শাখার উপদেষ্টা, জেলখানা আইন শৃঙ্খলা কমিটি, মুক্তিযোদ্ধা ভাতা প্রদান কমিটি, দুর্যোগ ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটি কমিটি এবং মহিলা ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে সমাজের একাধিক উন্নয়নসহ নারী উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন।

পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন ওযার্ডের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচখোলা ইউনিয়ন পরিষদে নির্বাচনে প্রথম ও একমাত্র নারী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করতে যাচ্ছেন।

৯নং ওয়ার্ডের বাসিন্দা শাহাদাৎ আকন বলেন, আমার বয়স ৬৫ বছর। আমাগো ইউনিয়নের উন্নয়নে কোনো মহিলা প্রার্থী চেয়ারম্যান পদে লড়াই করেনি। কিন্তু এবার ‘বেবি’ আপার নাম শোনা যাচ্ছে, তিনি যদি নির্বাচন করেন তাইলে সবাই মিলে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবো।’

এ বিষয়ে আমেনা খাতুন বেবি বলেন, আমি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার মাঝপদে দল থেকে আমাকে সরে যেতে বলে। আমি দলের সিদ্ধান্তে এবং দলের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচনের মাঝপদ থেকে সরে যাই। আমি আশা করছি, দল আমার পিছনের ত্যাগকে স্বীকার এবার পাঁচখোলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেবে।’

এ কে এম নাসিরুল হক/বিএ