সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা
কুমিল্লায় সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বে রাজিব (২২) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর গোবিন্দপুর এলাকায় কাজী মনসুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই রাকিব বলেন, স্থানীয় মাদক কারবারি রাব্বিসহ তার সহযোগীরা বাড়ি থেকে ধরে নিয়ে কাজী বাড়ির সামনে প্রকাশ্যে রাজিবকে কুপিয়ে হত্যা করে। এর আগেও তাকে রাব্বিরা সিগারেট খাওয়া নিয়ে মারধর করে। মূলত এ শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে রাজিবকে হত্যা করা হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোরশেদ বলেন, রাজিবের সঙ্গে একই এলাকার রাব্বির বিরোধ ছিল। এর জেরে সন্ধ্যা ৭টার দিকে রাব্বি ও তার সহযোগীরা রাজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে রাত ১০টার দিকে মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি