ফেনীর সিন্দুরপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
ফেনীর দাগনর্ভূঞাঁ উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল হক কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন। বিশেষ অতিথি ছিলেন সিন্দুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নবী চেয়ারম্যান।
এছাড়া বক্তব্য রাখেন সিন্দুরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন মামুন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। অথচ বিএনপি আর জামায়াত সন্ত্রাসের মাধ্যমে সেই উন্নয়নের ধারা ব্যাহত করতে চায়। দেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই সন্ত্রাস এবং নৈরাজ্য প্রতিহত করবো।
সিন্দুরপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নবী বলেন, ‘ফেনী জেলার একটি ইউনিয়ন, ১ নম্বর সিন্দুরপুর ইউনিয়ন থেকে আমরা দেশের মানুষের কাছে এ বার্তা দিতে চাই যে, যে কোনো মূল্যে বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যকে প্রতিহত করবো। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সমৃদ্ধ বাংলাদেশ এগিয়ে চলেছে, সেই উন্নয়নের ধারায় সামিল হওয়ার লক্ষ্যে বিএনপি-জামায়াতের সন্ত্রাস এবং নৈরাজ্য প্রতিহত করে শান্তি পরিবেশ তৈরি করবো।’
এএইচ/এমএস