ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে ১১ হাজার বোতল যৌন উত্তেজক ওষুধসহ আটক ৪

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩

কুড়িগ্রামে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধসহ চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের পুরাতন স্টেশনপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শহরের পুরাতন স্টেশন পাড়ার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে শাহাজান আলী মনু (৫০), ছোট বাবুর ছেলে আব্দুর রহিম টিটু, টেনারি পাড়ার আব্দুল মালেকের ছেলে আশিকুর রহমান লিংকন ও পেশকারপাড়ার আফজাল হোসেনের ছেলে মিজানুর রহমান।

পুলিশ জানায়, শাহাজাহান আলী দীর্ঘদিন ধরে গোপনে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন স্টেশন পাড়ায় তার বাড়িতে থাকা গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় গোডাউনে রাখা ১১ হাজার বোতল যৌন উত্তেজক মায়া, জিনসিন জাতীয় ওষুধ পাওয়া যায়। এ ঘটনায় শাহাজাহান চারজনকে আটক করে থানায় আনা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১১ হাজার বোতল যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

ফজলুল করিম ফারাজী/এসজে/জেআইএম