ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

বগুড়ার ধুনটে পুকুরে ডুবে সানি শেখ (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সানি উপজেলার পারধুনট গ্রামের রতন শেখের ছেলে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: পুকুরে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে রতন শেখ ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। পথে বাড়ির পাশের প্রতিবেশীর পুকুর পড়ে সানিকে রেখে মূত্রত্যাগ করতে বসেন তিনি। পরে সানিকে আর খুঁজে পায়নি। প্রায় আধাঘণ্টা পর পুকুরের পানি থেকে সানির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এরপর স্বজনরা তাৎক্ষণিক সানিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসাই) শহিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। আইনি প্রক্রিয়া শেষে সানির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/এএসএম