ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য আহত

প্রকাশিত: ১০:১৫ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার ভোরে মানিকগঞ্জ-বালিরটেক সড়কের কাফাটিয়া এলাকায় টহলরত পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, সদর থানার এসআই আনোয়ারুল ইসলাম, কনস্টেবল শফিকুল ইসলাম ও আব্দুস সালাম। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন জানান, এলাকার চুরি-ডাকাতি রোধে প্রতিরাতেই বিভিন্ন এলাকায় পুলিশ টহল থাকে। রোববার ভোরে কাফাটিয়া এলাকায় পুলিশ সদস্যরা পেশাগত দায়িত্ব পালনের সময় তাদের পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন।

বি এম খোরশেদ/এআরএ/এবিএস