পাঁচ বছরের সাজা থেকে বাঁচতে ২০ বছর পলাতক
খাগড়াছড়ির রামগড় উপজেলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আব্দুল মজিদ অদু ২০০২ সাল থেকে পলাতক ছিলেন।
রোববার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের খুলশী থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল মজিদ অদু রামগড়ের লামকুপাড়া এলাকার মৃত নাজির আহাম্মেদের ছেলে।
জানা গেছে, গ্রেফতার অদু চট্টগ্রাম নগরীর খুলশী থানার দামপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ছদ্মবেশে বসবাস করে আসছিলেন।
রামগড় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামছুল আমিন ওই আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রযুক্তির সহযোগিতায় দ্রুত বিচার আইনের সাজাপ্রাপ্ত এবং অস্ত্র আইনে অপর একটি মামলার পরোয়ানাভুক্ত এ আসামিকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মুজিবুর রহমান ভুইয়া/এমআরআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান