ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিদ্যুৎকেন্দ্রের মালামাল চুরি, সাবেক ইউপি সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

বরগুনার তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরির ঘটনায় সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে মিশনবাড়িয়া ইউনিয়নের তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন নিশানবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা (৫৫), সোহেল (৩০) ও হাসান। তাদের তিনজনের বাড়ি ওই ইউনিয়নের মেনিপাড়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৩৬০ মেগাওয়াট আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামা চুরির অভিযোগে রোববার রাতে কর্তৃপক্ষ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে।

সোমবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক থেকে নিশানবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা, সোহেল ও হাসানকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে, ৬৭ কেজি ৩০০ গ্রাম তামার তার উদ্ধার করে পুলিশ। যার বাজারমূল্য অর্ধলাখ টাকা।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু জাগো নিউজকে বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরির বিষয়ে থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই মামলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

আরিফ হোসেন ফসল/এমআরআর/এএসএম