ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জ

বকেয়া মজুরির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

বকেয়া মজুরি পরিশোধ, বোনাস, বাগানের পতিত জমি লিজ বাতিলসহ বিভিন্ন দাবিতে হবিগঞ্জের নবীগঞ্জের ইমাম এবং বাওয়ানী চা বাগান শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরে জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে একটি লিখিত অভিযোগ দেন তারা। জেলা প্রশাসক তাদের অভিযোগ শুনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় বালিশিরা ভ্যালি চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুভাষ দাশসহ চা শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। চা শ্রমিকরা জানান, তাদের বেতন-বোনাস না হওয়ায় অনাহারে অর্ধাহার দিনযাপন করছেন। এ অবস্থা নিরসনের জন্য জেলা প্রশাসকের দ্বারস্থ হন।

এ বিষয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, বাগানটি যাদের লিজ দেওয়া হয়েছে তাদের মালিকানা নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। এতে বাগানটিতে কিছু অব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে। ফলে শ্রমিকদের মজুরি তারা পরিশোধ করতে পারছে না। এ প্রেক্ষাপটে আমরা আইনি যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নেব।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমআরআর/জিকেএস