ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নকলে বাধা দেয়ায় শিক্ষকের মাথা থেতলে দিলো পরীক্ষার্থীর স্বজনরা

প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

বরিশালের বানারীপাড়া উপজেলায় এসএসসি পরীক্ষায় নকল করতে বাধা দেয়ায় হরিচাঁদ মন্ডল নামে এক কক্ষ পরিদর্শকের মাথা ইট দিয়ে থেতলে দিয়েছেন ওই পরীক্ষার্থীর স্বজনরা। এ ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থীর বাবাসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার দুপুর ৩টার দিকে উপজেলা শহরের ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে। আহত হরিচাঁদ মন্ডল বানারীপাড়া উপজেলার চৌয়ারীপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক। তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আটককৃতরা হচ্ছেন ছাত্রীর বাবা বানারীপাড়া পৌরসভার কর্মচারী হুমায়ুন কবির শরীফ, মামা কামাল ও স্বজন নাঈম হাসান ওরফে সাদ্দাম।

উপজেলার চৌয়ারীপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা বেগম জানান, ডিগ্রি কলেজ কেন্দ্রে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শান্তা নকল করছিল। বিষয়টি টের পেয়ে হরিচাঁদ মন্ডল তাকে নকল করা থেকে বিরত থাকতে নির্দেশ দেন।

পরীক্ষা শেষে এ নিয়ে অভিভাবকদের কাছে নালিশ দেয় শান্তা। ছাত্রীর বাবা বানারীপাড়া পৌরসভার কর্মচারী হুমায়ুন কবির শরীফ, মামা কামাল ও স্বজন নাঈম হাসান ওরফে সাদ্দাম দুপুরে বিদ্যালয়ে গিয়ে শিক্ষক হরিচাঁদ মন্ডলকে বেদম মারধর করেন।

এক পর্যায়ে ইট দিয়ে তারা তার মাথা থেতলে দেয়। তাকে রক্ষায় এগিয়ে যাওয়া শিক্ষক ও শিক্ষার্থীদেরও লাঞ্ছিত করেন তারা। পরে ছাত্র-শিক্ষকরা একত্রিত হয়ে হামলাকারী তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানান প্রধান শিক্ষক শাহিনা বেগম।

ঘটনার সত্যতা স্বীকার করে বানারীপাড়া থানার ওসি জিয়াউল আহসান বলেন, শিক্ষককে মারধরের ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

তবে ওই পরীক্ষার্থীর বাবা হুমায়ুন কবির শরীফ দাবি করেন, কক্ষ পরিদর্শক শিক্ষক তার মেয়ের মোবাইলফোন নম্বর চাওয়াসহ যৌন হয়রানি করে। এ সময় সে নকল দিয়ে বহিষ্কার করার হুমকি দেয়। পরীক্ষা শেষে বিষয়টি জেনে বিদ্যালয়ে গিয়ে কৈফিয়ত চাইলে উল্টো ওই শিক্ষক তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

সাইফ আমীন/বিএ