বান্দরবানে ১৬ জঙ্গি ও কেএনএফের ৩ সদস্য রিমান্ডে
বান্দরবানের থানচিতে র্যাবের হাতে আটক ১৬ জঙ্গি ও কেএনএফের ৩ সদস্যকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার (১৯ ফেব্রুয়ারি) চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তার এ রিমান্ড আদেশ দেন।
তারা হলেন- জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্য মো. আস সামী রহমান সাদ, সোহেল মোল্লা, মো. আল আমিন ফকির, মো. জহিরুল ইসলাম, রিয়াজ শেখ জায়েদ, মো. ওবায়দুল্লাহ, জুয়েল মাহমুদ, মো. ইলিয়াস রহমান, মো. হাবিবুর রহমান মোড়া, মো. সাখাওয়াত হোসেইন, মো. আব্দুস সালাম রাকি, যোবায়ের আহম্মেদ আইমান, মো. শামীম হোসেন, আবু হুরাইরা রাফি, তাওয়াবুর রহমান সোহান, মোহাম্মদ মাহমুদ, মোহাম্মদ আবু হুরাইরা এবং কেএনএফ এর সদস্য লাল মুল সিয়াম বম, মালসম পাংকুয়া ও ফ্ল্যাগ ক্রস থাং বম।
মো. মিরাজ শিকদার নামের আটক আরেকজন অসুস্থ থাকায় তাকে আদালতে উপস্থাপন করা হয়নি।

আদালত পুলিশের পরিদর্শক আবদুল মজিদ জানান, ৭ ফেব্রুয়ারি থানচির রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় কেএনএফের অবস্থান সম্পর্কে জেনে অভিযান চালায় র্যাব। অভিযানে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১৭ জন ও কেএনএফের তিন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১টি আগ্নেয়াস্ত্র, ১৮০ রাউন্ড কার্তুজ ও নগদ সাত লাখ টাকা জব্দ করা হয়। পরদিন রাত সাড়ে ১১টায় বান্দরবান চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে রোববার তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হলে বিচারক ১৯ জনকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
নয়ন চক্রবর্তী/আরএইচ/জিকেএস