ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে ৪ ইয়াবা ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০৬:৩৯ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রামে চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে নগরীর বড়পোল সৌদিয়া বাস কাউন্টারের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক চারজন হলেন- মো. রবিউল আলম (২৮), মো. আবদুল মান্নান প্রকাশ এনাম (২৩), মো. সালাউদ্দিন (৩৪) ও মো. নূর আলম (৩০)।

হালিশহর থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকরা সবাই চকরিয়া উপজেলার ইয়াবা সিন্ডিকেটের সদস্য।

ইয়াবা এনে নগরীর বিভিন্ন জায়গায় খুচরায় বিক্রি করতো তারা। রোববার রাতে হালিশহরে ইয়াবা বিক্রির সময় এদের চারজনকে হাতেনাতে আটক করা হয়।

জীবন মুছা/জেএইচ/আরআইপি