খাগড়াছড়িতে পুলিশকে তিন একর জমি দান করলেন কৃষক
পুলিশকে ৫০ লাখ টাকা মূল্যের তিন একর জমি দান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন খাগড়াছড়ির এক কৃষক।
পার্বত্য খাগড়াছড়ির রামগড় উপজেলাধীয় নাকাপায় পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য কৃষক মো. আবুল বাশার এ জমি দান করেছেন বলে তিনি জানিয়েছেন।
গতকাল রোববার খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলীর কাছে আনুষ্ঠানিকভাবে তিনি জমির দলিল হস্তান্তর করেছেন।
অনুষ্ঠানে মো. আবুল বাশারের স্ত্রী রাবিয়া বস্রি, খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাঈন উদ্দিন খান, খাগড়াছড়ি সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সামসুদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
জমি দান করার বিষয়ে কৃষক আবুল বাশার জাগো নিউজকে বলেন, পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষাসহ আমাদের জন্যই কাজ করছে। কিন্তু পুলিশ সদস্যরা আমাদের প্রয়োজনে থাকতে গিয়ে রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে যেভাবে মানবেতর জীবন যাপন করছে তা আমাকে আহত করেছে। সেই তাড়নায় আমি পুলিশ সদস্যদের স্থায়ী আবাসনের জন্য এ জমি দান করেছি।
পুলিশের জন্য কৃষক মো. আবুল বাশার এর মহানুভবতার প্রশংসা করে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী বলেন, সমাজে এমন উদ্যোক্তা খুব কমই দেখা যায়। একজন কৃষক হয়েও মো. আবুল বাশার পুলিশের জন্য যা করেছেন পুলিশ সব সময় এ কথা স্মরণ করবে।
প্রসঙ্গত, খাগড়াছড়ির রামগড় উপজেলাধীন নাকাপায় ১৯৮৮ সাল থেকে পুলিশ ফাঁড়ি থাকলেও ছিলনা পুলিশ সদস্যদের জন্য স্থায়ী আবাসনের কোনো ব্যবস্থা। গেল বছর ওই স্থানে দায়িত্ব পালনকালে বজ্রপাতে দুই পুলিশ সদস্য হতাহত হন।
এমএএস/পিআর