ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১০ দফা দাবি পূরণে সরকারকে চাপে রাখতে হবে: এ্যানি

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০২:১৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আন্দোলনকে বেগবান করতে হলে নেতাকর্মীদের মধ্যে সম্পৃক্ততা বাড়াতে হবে। আন্দোলনকে শক্তিশালী করতে হবে। এটি জনগণের আন্দোলন। এ জন্য প্রত্যেক নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। আমাদের সতর্ক থাকতেই হবে। খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি পূরণে সরকারকে চাপে রাখতে হবে। কারণ আমরা যত বেশি সরকারকে চাপে রাখতে পারবো তত দ্রুত আমাদের দাবি পূরণ হবে। দাবি পূরণ করেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবো।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা পর্যায়ে পদযাত্রার প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

jagonews24

আরও পড়ুন: বিএনপির ১০ দফা ঘোষণা 

জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশিদ, সদর থানা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন ও সদস্য সচিব অধ্যাপক নিজাম উদ্দন প্রমুখ উপস্থিত ছিলেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ৩টায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের বাসার সামনে থেকে পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস