ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

রাজশাহীতে গোসলে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার টাংগন এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম মো. নুর (১০)। সে উপজেলার টাংগন এলাকার মো. সোহেলের ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এমএ জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পদ্মায় গোসলে নেমে তলিয়ে গিয়েছিল শিশু নুর। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে আনেন। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম