ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রেনে কাটা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে সোহেল রানা (২৪) এবং জাবেদ আলী (৩২) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দুপুরে মিরপুর রেল স্ট্রেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা মিরপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের আব্দুল গফুরের ছেলে ও জাবেদ আলী একই এলাকার বাদশা আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ৩টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি মিরপুর রেল স্ট্রেশনের কাছে সোহেল রানা ও জাবেদ আলীকে ধাক্কা দেয়। এসময় তারা দুইজন রেল লাইন পার হচ্ছিলেন।

ট্রেনের ধক্কায় সোহেল রানা ঘটনাস্থলেই এবং জাবেদ আলী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ ঘটনাস্থল থেকে সোহেল রানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আল-মামুন সাগর/এআরএ/এবিএস