ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদক সেবন নিয়ে বিতণ্ডা, তরুণকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

টাঙ্গাইলে মাদক সেবন নিয়ে বাগবিতণ্ডার জেরে রায়হান (২০) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দেলদুয়ার উপজেলার ঘাততলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে দুইজনকে আটক করলেও তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

নিহত রায়হান উপজেলার নলুয়া গ্রামের আজাহার আলীর ছেলে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে রায়হানের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবন নিয়ে কথাকাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরিফ উর রহমান টগর/এমআরআর/এমএস