ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বামীকে বিষ খাইয়ে হত্যা, পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

বরিশালে স্বামীকে বিষ খাইয়ে হত্যায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার কুড়ালিয়া এলাকার নিহত সুশান্ত বৈরাগীর স্ত্রী সেবিকা মণ্ডল (২২) ও তার পরকীয়া প্রেমিক ঝালকাঠির জগদীশপুর এলাকার মিঠুন হালদার (২৮)।

জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. কামরুল ইসলাম জানান, আদালত ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সেবিকা মণ্ডল আদালতে উপস্থিত থাকলেও মিঠুন হালদার পলাতক রয়েছেন।

আরও পড়ুন যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড 

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৭ নভেম্বর বরিশালের উজিরপুরের কুড়ালিয়া গ্রামের নারায়ণ বৈরাগীর ছেলে সুশান্ত বৈরাগী তার স্ত্রী সেবিকা মণ্ডলের কাছে রাতে ভাত খেতে চান। এসময় সেবিকা মণ্ডল টেবিলে রাখা ভাত খেতে বলেন। সুশান্ত মণ্ডল টেবিলে রাখা ভাত ও শাপলা ভাজা খেয়ে ছটফট করতে শুরু করে। পরে ওই রাতে স্থানীয় পল্লী চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরদিন ৮ নভেম্বর সকাল ৭টা ৫০ মিনিটে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করানো হয়। এর পরদিন ২০১৭ সালের ৯ নভেম্বর রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় সুশান্ত বৈরাগী মারা যান।

এ ঘনায় নিহতের ভাই সুনীল বৈরাগী ২০১৭ সনের ১০ নভেম্বর বরিশালের উজিরপুর থানায় একটি হত্যা মামলা করেন।

আরএইচ/জিকেএস