ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে ১৫ কেজি বিস্ফোরক উদ্ধার

প্রকাশিত: ০৩:৩৪ এএম, ০১ মার্চ ২০১৬

জয়পুরহাটের আটাপাড়া সীমান্ত থেকে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের বালতি থেকে ১৫ কেজি বিস্ফোরক পাউডার উদ্ধার করেছে জয়পুরহাট-৩ বিজিবি। সোমবার রাতে বিজিবির একটি টহল দল আটাপাড়া বিওপির গেইট থেকে এই বিস্ফোরক দ্রব্যগুলো উদ্ধার করে।

জয়পুরহাট ৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল খবির জানান, হিলি-জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বাসের পিছনের সিটের নিচে প্লাস্টিকের বালতিতে দুইটি পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি সালফার জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরক পাউডারের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য অভিযান চলছে।

রাশেদুজ্জামান/এসএস/পিআর