ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত ৫

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ১০:০৬ পিএম, ০১ মার্চ ২০২৩

কিশোরগঞ্জের হোসেনপুরে পাগলা কুকুরের কামড়ে বৃদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বুধবার (১ মার্চ) সন্ধ্যায় হোসেনপুর নতুন বাজার ও ধুলিহর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা রাজিব আহমেদ জানান, সন্ধ্যার দিকে পৌরসভার নতুন বাজার ও ধুলিহর এলাকায় হঠাৎ একটি কুকুর পথচারীদের কামড়ানো শুরু করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম আহমেদ বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে চারজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর অবস্থায় একজনকে ঢাকায় রেফার করা হয়েছে।

এ বিষয়ে হোসেনপুর পৌরসভার মেয়র কাইয়ুম খোকন জাগো নিউজকে বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। দেখছি।

এসআর/এএসএম