ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আত্মসাৎ

কৃষি ব্যাংকের সাবেক ৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০২ মার্চ ২০২৩

ভুয়া ঋণের নথি তৈরি করে পরস্পর যোগসাজশে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংকের সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (১ মার্চ) দিনগত রাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রেজাউল করিম বাদী হয়ে মামলাটি করেন।

অভিযুক্তরা হলেন- কৃষি ব্যাংকের রাজবাড়ী জেলা শাখার বর্তমানে সাময়িক বরখাস্তকৃত সাবেক পরিদর্শক মো. রেজাউল হক (৪৩), সাবেক পরিদর্শক মো. মুর্তজা আলী (৪১), সাবেক পরিদর্শক গোলাম গাউস (৬৫), সাবেক ব্যবস্থাপক মইনুল ইসলাম (৬৩), সাবেক ব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান (৬৫), সাবেক ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান (৬৮) এবং সাবেক ব্যবস্থাপক এস এম দেলোয়ার হোসেন (৬১)।

দুদকের ফরিদপুর সমন্বিত কার্যালয় ও মামলা সূত্রে জানা গেছে, আসামিরা রাজবাড়ী জেলা সদর শাখায় ২০১৪ সালের ১ জুলাই থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত কর্মরত ছিলেন। তখন প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যম রেকর্ডপত্র তৈরি করে মোট ৩৪৬টি ঋণ নথি সৃজন করেন। এরপর এর বিপরীতে মোট ২ কোটি ২০ লাখ ১৯ হাজার টাকা ঋণ প্রদানের প্রস্তাব/সুপারিশ করে ঋণ নথি ব্যবস্থাপকের মাধ্যমে মঞ্জুর করে বিভিন্ন গ্রাহকের নাম ব্যবহার করে ঋণ প্রদান ও উত্তোলন করেন। এভাবে বিভিন্ন সময়ে ১৭ লাখ ৭১ হাজার ৮১৮ টাকা নিজেরাই জমা করে অবশিষ্ট ২ কোটি ২ লাখ ৪৭ হাজার ১৮২ টাকা অর্পিত ক্ষমতার অপব্যবহার পূর্বক পরস্পর যোগসাজশে জমা না দিয়ে আত্মসাৎ করেন।

এর সত্যতা নিশ্চিত করে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রেজাউল করিম জাগো নিউজকে বলেন, ভুয়া ঋণ নথি তৈরি করে আসামিরা পরস্পর যোগসাজশে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন। তারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

এন কে বি নয়ন/এসজে/জিকেএস